হিসাব-বিজ্ঞান এর সূত্র অনুযায়ী জেনে নিন কিছু মৌলিক হিসাবের সংক্ষিপ্ত ও সহজ হিসাব
যে কোন প্রকার ব্যবসা পরিচালনার জন্য যে সকল মৌলিক হিসাব-নিকাশের খাতের উপর সঠিক ধারনা থাকা আবশ্যক!
নিন্মেক্ত সকল প্রকার হিসাব বা লেন-দেন অবশ্যই ব্যবসার সাথে সংযুক্ত থাকতে হবে
- ব্যবসায়ে জাবেদা কি? ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যবসা সম্পকৃত প্রতিটি ঘটনাই জাবেদা।
- মূলধন কি? যেই পরিমান টাকা ব্যক্তিগতভাবে বা লোন গ্রহন করে ব্যবসা শুরু করা হয় (মুলধন একটি সম্পত্তি+দায়)
- দেনাদার কি? ধার দেওয়া টাকা+বাকীতে মাল বিক্রয়ের টাকা+প্রদানকৃত জামানতের টাকা (ভবিষ্যতে এ পাওয়া যাবে)
- পাওনাদার কি? ধার নেওয়া টাকা+বাকীতে মাল ক্রয়ের টাকা+ গ্রহনকৃত জামানতের টাকা (ভবিষ্যতে এ দিতে হবে)
- খতিয়ান কি? নির্দিষ্ট কোন ব্যক্তি, মাল বা প্রতিষ্ঠানের যাবতীয় লেন-দেনের পর্যায়ক্রমে হিসাব লিপিবদ্ধ করিয়া রাখা (লেজার)
- স্থায়ী সম্পদ কি? জামানতকৃত টাকা+অফিসের আসবাবপত্র এছাড়াও বহুবিধ সম্পত্তি যা ব্যবসার মূলধন থেকে ক্রয়কৃত
- ব্যবসার জন্য ক্রয় কি? ক্রেতাদের নিকট বিক্রয় পূর্বক ব্যবসায়ে লাভ করার জন্য যে সকল পন্য ক্রয় করা হয় (মজুদ পন্য)
- ব্যবসার জন্য বিক্রয় কি? ক্রয়কৃত পন্যের উপর লাভ নির্ধারন করিয়া ক্রেতাদের নিকট নিকট বিক্রয় করা (মজুদ পন্য কমবে)
- মোট লাভ কি? বিক্রয় মূল্য হইতে ক্রয়ের খরচসহ মূল্য বাদ দিলে যে অংক অবশিষ্ট থাকে তাহা মোট লাভ (এটা সাময়িক হিসাব)
- ডাইরেক্ট খরচ কি? যে সকল নগদ টাকা প্রদান পূর্বক কোন সম্পদ বাড়বে না অথবা ফেরত পাওয়া যাবে না (সম্পত্তি কমে যাবে)
- অতিরিক্ত আয় কি? ব্যবসা প্রতিষ্ঠানের মূল আয়ের উৎস ব্যতিত ব্যক্তিগত শ্রম অথবা মেধা দ্বারা যে সকল আয় করা হয়। (সরাসরি লাভ / রাজস্ব)
- সমুদয় সম্পত্তি কি? নগদ টাকা+ব্যাংকের টাকা+স্থায়ী সম্পদ+মজুদ পন্য+দেনাদার+জামানতকৃত টাকার যোগফল (মোট সম্পদ)
- সমুদয় দায় কি? ব্যবসায়ে মালিকের প্রদত্ত মূলধন+যাবতীয় পাওনাদারদের যোগফল (মোট দায়)
- নীট লাভ বা নীট লস কি? সমুদয় সম্পত্তি ও দায়ের সমন্বয় করিয়া যে অংক অবশিষ্ট থাকে তাহা নীট লাভ বা লস
- ব্যালান্স শীট কি? ব্যবসায়ের সমুদয় সম্পত্তি ও (-)সমুদয় দায়ের হিসাব সমন্বয় পূর্বক নীট লাভ বা নীট লস খতিয়ে দেখা
প্রতিটি ব্যবসায়ের চুড়ান্ত হিসাবই হচ্ছে ব্যবসায়ের (ব্যলান্স শীট / ফাইনাল একউন্টস) আসুন জেনে নেই ব্যবসায়ের ব্যালান্স শীট তৈরীর একমাত্র ইন্টারন্যাশনাল একাউটিং ফরমুলা বা সূত্র কি?
ব্যালান্স শীট তৈরীর মুল ফরমুলাটা মুলত ইংরেজীতেঃ-
At first we have to understand about global accounting base definition & calculation formula for calculating balance sheet of any company.
What is Balance Sheet?
Balance Sheet is the financial statement of a company which includes assets, liabilities, equity
capital, total debt, etc. at a point in time. In a short words- A balance sheet is calculated by
balancing a company’s assets with its liabilities and equity.
What Is The Formula?
Formula: A =L + E (Let’s understand the definition of A, L, E)
A = Assets
L = Liabilities
E = Equity (Equity also called as owner’s equity)
So, the main formula is: Total Assets = Total Liabilities + Total Equity
As same the altered formula is-
Formula: A – L = E that means Total Assets – Total Liabilities = Total Equity
Why equity also called as owner’s equity?
Owner’s equity is the portion of a company’s assets that an owner can claim; it’s what’s left after
subtracting a company’s liabilities from its assets. Owner’s equity is listed on a company’s
balance sheet. N.B. Equity value is the ending adjustable value of balance sheet & can’t possible
to prove or figure out the actual equity value before solving the balance sheet by adjusting with
the equity value. If the equity value is more than zero then the value will bear as a net profit value
& the equity value is less the zero then the value will bear as a net loss value, so equity value can
define the the company net profit or net loss?
নগদ গ্রহন ও নগদ প্রদান এর খাত কত প্রকার এবং এই গ্রহন ও প্রদানের খাতের উপর ভিত্তি করে- নগদ টাকা, দেনাদার, পাওনাদার, সম্পত্তি (বৃদ্ধি এবং হ্রাস) এর মোটামুটি একটা বিস্তারিত বর্ননা দেয়া হয়েছে-
নগদ টাকা গ্রহনের কিছু ঘটনাবলীর বিবরনী – (যেহেতু নগদ টাকা গ্রহন করা হচ্ছে স্বাভাবিক সকল ঘটনায়ই হাতে নগদ বৃদ্ধি পাবে)
- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে পূর্বে ধার দেওয়া (দেনাদারের) টাকা গ্রহন করা। (দেনাদার হ্রাস হবে)
- যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান হইতে জামানত হিসাবে নগদ টাকা গ্রহন করা। (পাওনাদার বৃদ্ধি হবে)
- স্থায়ী সম্পদ বিক্রয় বাবদ নগদ টাকা গ্রহন করা। (স্থায়ী সম্পদ হ্রাস হবে)
- বাকিতে বিক্রয়কৃত মালামালের টাকা গ্রহন করা। (দেনাদার হ্রাস হবে)
- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে নগদ টাকা লোন হিসাবে গ্রহন করা। (পাওনাদার বৃদ্ধি হবে)
- কোন প্রকার ইনভেষ্ট ব্যতিত শ্রম অথবা মেধা দ্বারা কাজের পারিশ্রমিক গ্রহন করা। (অতিরিক্ত আয় বা রাজস্ব / লাভ)
নগদ টাকা প্রদানের কিছু ঘটনাবলীর বিবরনী – (যেহেতু নগদ টাকা গ্রহন করা হচ্ছে স্বাভাবিক সকল ঘটনায়ই হাতে নগদ হ্রাস পাবে)
- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে পূর্বের ধার নেওয়া টাকা প্রদান করা। (পাওনাদার হ্রাস পাবে)
- যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে জামানত হিসাবে নগদ টাকা প্রদান করা। (দেনাদার বৃদ্ধি পাবে)
- স্থায়ী সম্পদ ক্রয় বাবদ নগদ টাকা প্রদান করা। (স্থায়ী সম্পদ বৃদ্ধি পাবে)
- বাকিতে ক্রয়কৃত মালামালের টাকা প্রদান করা। (পাওনাদার হ্রাস পাবে)
- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নগদ টাকা লোন দেওয়া। (দেনাদার বৃদ্ধি পাবে)
- যে সকল নগদ টাকা প্রদান পূর্বক কোন সম্পদ বাড়বে না অথবা (মনিহারি) বা ফেরত পাওয়া যাবে না (ডাইরেক্ট খরচ)