Basic Fundamentals of Internet Technologies – Speedlink3 Communication And Technologies
Fundamentals

Basic Fundamentals of Internet Technologies

What is Basic Fundamental? What is Internet & Internet Connection?

সহজ কথায় Basic Fundamental হচ্ছে যে কোন বিষয়ের উপর মৌলিক জ্ঞান বা সাধারন জ্ঞান।

যে সকল বিষয়গুলি বর্তমানে আমাদের নিত্য জীবনের একটি অংশ বিশেষ হয়ে উঠেছে সে সকল প্রতিটি বিষয়ের উপর আমাদের অন্তত সঠিক ও সাধারণ জ্ঞান অর্জন করা আবশ্যক।

এই অধ্যায়ে আমরা জানবো আধুনিক ইন্টারনেট প্রযুক্তির মৌলিক বিষয়ঃ

What is Internet? / ইন্টারনেট কি?

বর্তমান ২০২২ সালে এসে ইন্টারনেট কি একথা জিজ্ঞাসা করলে হয়তো ৫-৬ বছরের একটি শিশুও এর উত্তর দিয়ে দেবে যেমন- হয়ত বলবে ইউটিউব ও অথবা কার্টুন হচ্ছে ইন্টারনেট। আসলে ইন্টারনেট এর বিশালতা ও ব্যখ্যা বিশদভাবে জানতে হলে ৫-১০ মিনিটে এর বিশালতার জ্ঞান আয়ত্ব করা অসম্ভব যদি না আপনি এর উপর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন, এর বিশালতা সম্পর্কে জানতে হলে আপনাকে হয়ত এর উপর একাডেমিক প্রশিক্ষণ ও নিতে হতে পারে।

আমাদের সাধারণ জীবনে সহজ কথায় ইন্টারনেট হল একটি বিশাল নেটওয়ার্ক যা সারা বিশ্বের কম্পিউটারকে নেটওয়ার্ক সর্ভার প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত করে এবং লোকেরা কম্পিউটার বা মোবাইল এর সাথে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যে কোনও জায়গা থেকে বিশ্বের যে কোন জায়গায় তথ্য ভাগ করতে এবং যোগাযোগ করতে পারে।

What is Internet Connection? / ইন্টারনেট সংযোগ কি?

বর্তমান বিশ্বের সর্বোত্তম ও আধুনিক যোগাগোগ মাধ্যম হচ্ছে ইন্টারনেট। কম্পিউটার বা মোবাইল এর সাথে যে সংযোগের স্থাপনের মাধ্যমে আধুনিক বিশ্বের যে কোন জায়গায় তথ্য আদান-প্রদান এবং যোগাযোগ স্থাপনের অনুমতি পাওয়া যায় সেই সংযোগকে ইন্টারনেট সংযোগ বলা হয়।

যে সকল প্রতিষ্ঠান সাধারণ গ্রাহকদের ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকেন সে সকল প্রতিষ্ঠানকে বলা হয় ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার।

সাধারণত আমরা বেশিরভাই দুই ধরনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে থাকি –

Portable Internet Service Provider (Mobile Data) 3G/4G/5G

মোবাইল নেটওয়ার্ক কেম্পানী সাধারনত বহুবিধ মেয়াদ অনুযায়ী লিমিটেড ইন্টারনেট প্যাকেজ প্রোভাইড করে থাকে যেমন-

মেয়াদের ক্ষেত্রেঃ ১ দিন, ৩দিন, ৭দিন, ১৫দিন, ৩০দিন ইত্যাদি

ডাটা ব্যবহারের লিমিটঃ 100Mb, 200Mb, 500Mb, 1Gb, 2Gb, 3Gb, 5Gb, 10Gb, 20Gb, 50Gb ইত্যাদি

Broadband Internet Service Provider (Local/Zonal/Nationwide ISP)

ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানীগুলো সাধারনত নির্ধারিত মাসিক বিল অনুযায়ী ফিক্সড ইন্টারনেট স্পিড অনুযায়ী আনলিমিটেড ডাটা ব্যবহারের প্যাকেজ প্রোভাইড করে থাকে যেমন-

মেয়াদের ক্ষেত্রেঃ ৩০ দিন অর্থাৎ মাসিক প্যাকেজ

ইন্টারনেট ব্যবহারের স্পীড এর ক্ষেত্রেঃ 5Mbps, 8Mbps, 10Mbps, 15Mbps, 20Mbps, 25Mbps, 30Mbps, 40Mbps, 50Mbps ইত্যাদি এছাড়াও সরকারী/বেসরকারী অফিস বা কোম্পানীর ক্ষেত্রে হাই স্পিড ইন্টারনেট সার্ভিস প্রেভাইড করে থাকে, এক্ষেত্রে উল্লেখ্য যে মোবাইল নেটওর্য়াক কোম্পানীগুলো এই ধরনের হাই স্পিড আনলিমিটে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে না।

✪ বর্তমান বিশ্বের চলমান বহুবিধ প্রযুক্তির Basic Fundamentals সম্পর্কে জানতে ফ্রি সাবক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং কমেন্টস এ আপনাদের মতামত জানান।

Related Articles

Leave a Reply

Back to top button